ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কূটনীতিকদের বিবরণ ফাঁসে ওয়াশিংটনকে দুষলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
কূটনীতিকদের বিবরণ ফাঁসে ওয়াশিংটনকে দুষলো রাশিয়া উড়ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা

যুক্তরাষ্ট্রে কর্মরত রাশিয়ান কূটনীতিকদের গোপন আর্থিক বিবরণী গণমাধ্যমে ফাঁস হওয়ায় ওয়াশিংটনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। 

এ ঘটনায় জড়িত কর্মকর্তাদের শাস্তি দাবি করে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিবৃতি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।  

যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমে বলা হয়, মার্কিন কর্মকর্তারা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ক্রেমলিনের হস্তক্ষেপ তদন্ত করছেন, যেখানে রাশিয়ান কূটনীতিকদের অর্থ লেনদেনও নিরীক্ষা করা হচ্ছে।

 

এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘এটা সুস্পষ্ট যে, সর্বোচ্চ কর্তৃপক্ষের জানাশোনা ছাড়া ঘটনাটি ঘটেনি। ’

‘যেসব লেনদেন ফাঁস হয়েছে, সেগুলো নিয়মিত বিল ছাড়া আর কিছুই নয়। কিন্তু সেগুলোকে অন্যদিকে ঘুরিয়ে সন্দেহজনক করে তোলা হয়েছে। ’

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে আরও বলা হয়, ‘আবারো আমাদের লক্ষ্য করা উচিত যে, ওয়াশিংটন রাশিয়ার কূটনৈতিক মিশনের কার্যক্রমে যথাযথ শর্ত নিশ্চিত করছে না। তাদের ওপর চাপ অব্যাহত ও বাড়তে থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এমএসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।