ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্বামী শপিংয়ে নিয়ে না যাওয়ায় স্ত্রীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
স্বামী শপিংয়ে নিয়ে না যাওয়ায় স্ত্রীর আত্মহত্যা

শপিংয়ে যাওয়ার বায়না ধরেছিলেন। কিন্তু বেচারা স্বামী ব্যস্ততার জন্য যেতে পারছিলেন না। এক পর্যায়ে জেদ ধরে বসেন, শপিংয়ে নিতেই হবে। কিন্তু স্বামী ‘না’ বলে দেওয়ায় আত্মহত্যা করলেন দিপীকা দ্বিবেদী নামে ২৩ বছর বয়সী এক তরুণী।

ভারতের অপেক্ষাকৃত পিছিয়ে থাকা রাজ্য উত্তরপ্রদেশের লাখনৌতে ঘটেছে এই ঘটনা। দীপিকার স্বামীর নাম দীপক দ্বিবেদী।

তিনি স্থানীয় সরকারের শিক্ষা বিভাগের কর্মকর্তা।

শুক্রবার (১৯ জানুয়ারি) এ বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, দীপিকা তার চাচাতো বোনের আগামী মাসে অনুষ্ঠেয় বিয়ে উপলক্ষে শপিং করতে বায়না ধরেন স্বামীর কাছে। দীপক আবদারের দিন যেতে পারবেন না জানিয়ে আশ্বাস দেন পরের দিন যাবেন। কিন্তু দীপিকার মধ্যে জেদ চেপে বসায় তিনি ক্ষিপ্ত হয়ে গলায় দড়ি দেন।

স্থানীয়রা জানান, দীপক ব্যস্ততার কারণে স্ত্রীকে পরের দিন শপিং করার জন্য অনুরোধ করেন। কিন্তু তিনি মানেননি।

এ বিষয়ে দীপক সাংবাদিকদের বলেন, ‘সে আমার ওপর এতোই বিরক্ত ছিল যে, যখন সন্ধ্যায় বাড়ি ফিরি, তখন সে তার রুমের দরজা বন্ধ করে দেয়। দরজা না খুললে আমি বাইরের ঘরে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দীপিকার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখি। ’

দু’জনে এক বছর আগে বিয়ে করেছিলেন। তাদের সঙ্গে থাকতেন দীপকের বাবা, মা ও ভাই।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এমএসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।