ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে স্কুলের খাবার খেয়ে অসুস্থ ১২০ শিশু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
ভারতে স্কুলের খাবার খেয়ে অসুস্থ ১২০ শিশু দুপুরের খাবারে একদল স্কুলশিক্ষার্থী

ভারতের কেরালার একটি স্কুলে সরকারিভাবে দেওয়া দুপুরের খাবার খেয়ে ১২০ শিশু অসুস্থ হয়ে পড়েছে।

রাজ্যের থোন্নাকেল জেলার ওই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করার পর স্বাস্থ্যগত পরীক্ষা শেষে শুক্রবার (১৯ জানুয়ারি) তাদের ছেড়ে দেওয়ায়।

এ নিয়ে রাজ্যজুড়ে আলোচনার ঝড় বইছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘মিড ডে মিল’ নামে পরিচিত ওই খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এমএসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।