ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

লিবিয়ায় জোড়া গাড়ি বোমা হামলায় নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
লিবিয়ায় জোড়া গাড়ি বোমা হামলায় নিহত ৩৩ লিবিয়ায় জোড়া গাড়ি বোমা হামলায় নিহত ৩৩।

লিবিয়ার জোড়া গাড়ি বোমা হামলায় এক সেনাসদস্যসহ ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে বেনগাজি শহরে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় হাসপাতালের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানায়।

জানা যায়, স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটে বেনগাজির একটি মসজিদের সামনে প্রথম গাড়ি বোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় মানুষ প্রার্থনা শেষে ওই মসজিদ থেকে বের হচ্ছিলেন।  

এর ঠিক ১০ থেকে ১৫ মিনিট পর ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও অ্যাম্বুলেন্স পৌঁছালে, রাস্তার অপর পাশে পার্ক করা একটি মার্সিডিজ গাড়ি বিস্ফোরিত হয়। দ্বিতীয় বিস্ফোরণটি ছিল আরও বেশি শক্তিশালী।  

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও কোনো দল বা সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।  

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এমএসএ/এএটি/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।