ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

জালালাবাদে ‘সেভ দ্য চিলড্রেন’ কার্যালয়ে হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
জালালাবাদে ‘সেভ দ্য চিলড্রেন’ কার্যালয়ে হামলা গাড়ি বোমা বিস্ফোরণের পর আগুন জ্বলছে। ছবি- সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে আন্তর্জাতিক সহায়তা সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’ কার্যালয়ে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। এতে অন্তত ১১ জন আহত হয়েছে। 

বুধবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার পর সংস্থাটির কার্যালয়ের প্রবেশপথে ঢুকে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপর বন্দুকধারীরা সেভ দ্য চিলড্রেন কার্যালয়ে ঢুকে পড়ে।

 

প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র জানান, বিস্ফোরণে অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।  

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে ছুটে গেছে নিরাপত্তা বাহিনী। তাদের সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষ চলছে। এ হামলার সঙ্গে তালেবান বা আইএসের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এনএইচটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।