ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

ইতালিতে ট্রেন লাইনচ্যুত, নিহত ৫ আহত ১০০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
ইতালিতে ট্রেন লাইনচ্যুত, নিহত ৫ আহত ১০০ দুর্ঘটনাকবলিত ট্রেনের লাইনচ্যুত বগি। ছবি-সংগৃহীত

ইতালির মিলান শহরের কাছে বৃহস্পতিবার একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জন নিহত এবং ১০০ জনের মতো আহত হয়েছে। বহু লোক বিধ্বস্ত ও দুমড়ে মুচড়ে যাওয়া বগিগুলোর ভেতর আটকা পড়েছেন। দমকলকর্মীসহ উদ্ধারকারীরা বগির ভেতর আটকাপড়াদের উদ্ধার করার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

আহত প্রায় ১০০ জনের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর।

অফিসগামীদের বহনকারী ট্রেনটির এই লাইনচ্যুতিকে 'ভয়াবহ দুর্ঘটনা' হিসেবে অভিহিত করে সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, নিহতদের সংখ্যা বাড়তে পারে।

কমিউটার ট্রেনটি উত্তরাঞ্চলীয় ক্রেমোনা শহর থেকে মিলান শহরে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানা যায়নি। ট্রেনটিতে কয়েকশ অফিসযাত্রী ভ্রমণ করছিলেন।  

ইতালির রাই নিউজ জানায়, মিলান থেকে ৪০ কিলোমিটার দূরের ত্রেভিগলিও ও পিয়েলতেল্লো স্টেশনের মধ্যবর্তী স্থানে ট্রেনটি লাইনচ্যুত হয়।

বাংলাদেশ সময়:১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।