ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মালিতে ল্যান্ডমাইন বিস্ফোরণে শিশুসহ নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
মালিতে ল্যান্ডমাইন বিস্ফোরণে শিশুসহ নিহত ২৪ মালির মানচিত্র। ছবি- সংগৃহীত

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ল্যান্ডমাইন বিস্ফোরণে চার শিশুসহ ২৪ জন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মালির মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত শহর বনি থেকে নয় কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।  

জানা যায়, একটি যাত্রীবাহী গাড়ি ল্যান্ডমাইনের উপর এসে পড়লে তা বিস্ফোরিত হয়।

এতে ওই গাড়িতে অবস্থানরত সবারই মৃত্যু হয়।

স্থানীয় কর্তৃপক্ষের দাবি, নিহতরা সবাই সাধারণ নাগরিক ছিলেন। এরমধ্যে চার শিশু ও তাদের মায়েরাও ছিলেন।  

মালির নিরাপত্তাবাহিনী একটি বিবৃতিতে জানায়, কয়েক বছর আগে এ অঞ্চলের সক্রিয় জঙ্গি সংগঠনগুলো সাধারণ মানুষের মনে ভীতি ছড়িয়ে দিতে এসব ল্যান্ডমাইন স্থাপন করে।

উল্লেখ্য, ২০১২ সালে জঙ্গি সংগঠন আল-কায়দা ও এর সঙ্গে সম্পৃক্ত কিছু সন্ত্রাসবাদীরা মালির উত্তরাঞ্চল দখল করে। সন্ত্রাসবাদীদের উত্থানকে কেন্দ্র করে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ২০১৩ সালে দেশটিতে শান্তিরক্ষা মিশন পরিচালনা শুরু করে জাতিসংঘ।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।