ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

পুতিনবিরোধী রুশ নেতা নাভালনি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
পুতিনবিরোধী রুশ নেতা নাভালনি গ্রেফতার বিরোধী রুশ নেতা নাভালনি

কট্টর পুতিনবিরোধী বলে পরিচিত রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সেই নাভালনিকে গ্রেফতার করা হয়েছে। আগামী প্রেসিডেন্ট নির্বাচনকে বয়কটের আহবান জানিয়ে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় রাজধানী মস্কোতে তাকে গ্রেফতার করে পুলিশ।

সংবাদ মাধ্যমগুলো জানায়, নাভালনি তার কয়েকশ সমর্থককে নিয়ে মিছিল করে ক্রেমলিনের দিকে যাচ্ছিলেন। মিছিলটি ক্রেমলিনের কয়েকশ মিটার দূরে থাকতেই মারমুখী পুলিশ তাকে বাধা দেয় এবং এক পর্যায়ে তাকে গ্রেফতার করে গাড়িতে উঠিয়ে নেয়।

 

ভ্লাদিমির পুতিনের সরকার আগামী মার্চ মাসের প্রেসিডেন্ট নির্বাচনবিরোধী সব ধরনের সভা সমাবেশ এক প্রকার নিষিদ্ধ করেছে।  
নাভালনির দাবি, পুতিন সরকার লোক দেখানো পাতানো নির্বাচন করছে।  আর নির্বাচনটা হবে পুরোপুরি কারচুপির নির্বাচন।  

নাভালনি মিছিল নিয়ে যাওয়ার সময় হেলমেটপরা ব্যাটনধারী পুলিশ তাকে জাপ্টে ধরে মাটিতে ফেলে দেয়। এরপর তাকে পায়ে ধরে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।

মস্কো ছাড়াও প্রধান প্রধান শহরে নাভালনির ডাকে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।