ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

‘উদোর পিণ্ডি ‘বানরের’ ঘাড়ে!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
‘উদোর পিণ্ডি ‘বানরের’ ঘাড়ে! দল বেঁধে খেলায় মশগুল 'খেতি'র (বুনো বানর) দল

‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’। মানে একের দোষ অন্যের ঘাড়ে চাপানো। রাজনৈতিক নেতাদের মধ্যে এই বাতিক অন্যদের চেয়ে একটু বেশি। সেটাই করলেন ভারতের গোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা মনোহর পারিকর।

রাজ্যে ডাব ও নারকেলের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ার সব দায় তিনি চাপালেন এবার বানরের ওপর।

তার দাবি, ডাব নারকেল হবার আগেই ‘খেতি’র (বুনো বানরের একটি প্রজাতি) দল গাছে উঠে তা নিচে ছুড়ে ফেলে দিয়ে নষ্ট করে।

এ কারণেই এবার নারকেলের ফলনে ধস নেমেছে। আর দাম বেড়ে গেছে অত্যধিক।

পারিকর সোমবার বিজেপিকর্মীদের এক সভায় বক্তৃতা করার সময় একথা বলেন।

তবে বানর এবারই শুধু গাছে উঠে এভাবে কচি ডাব ছুড়ে ফেলে ক্ষতি করেছে নাকি আগের বছরগুলোতেও তা করতো সেকথা তিনি বলেননি।  

গত কয়েক সপ্তাহে রাজ্যে নারকেলের দাম এক লাফে ৫০ শতাংশ বেড়ে গেছে। এতে সাধারণ মানুষ পড়েছে বিপাকে। প্রতিটি নারকেল সেখানে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ রুপিতে।

গোয়ার প্রদেশ কংগ্রেস নেত্রী প্রতিমা কুটিনহো একে মুখ্যমন্ত্রী পারিকর সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ইস্যু করেন। এই অকল্পনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিনি স্থানীয় বাজারগুলোতে প্রতিটি নারকেল মাত্র ১০ রুপি দরে বিক্রির এক ক্যাম্পেইন শুরু করেছেন। তাতে ক্রেতা হিসেবে সাধারণ মানুষ সাড়াও দিচ্ছে বেশ।

পারিকর একারণে প্রতিমা কুটিনহোর ওপর মহা খাপ্পা। বক্তৃতাকালে তিনি তাই কুটিনহোর কড়া সমালোচনা করেন। আর মূল্যবৃদ্ধির সব দায় চাপান বুনো বানরের ওপর।

পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার এখন শ্রীলঙ্কা থেকে নারকেল আমদানি করার কথা ভাবছে। নারকেল গোয়ার মানুষের রোজকার অপরিহার্য খাদ্য উপাদান। তরকারির সবজি হিসেবে নারকেল ব্যবহার না করলে তাদের চলে না।  

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।