ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বন্যা ও ভূমিধসে নিকারাগুয়ায় নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০
বন্যা ও ভূমিধসে নিকারাগুয়ায় নিহত ৩৪

মানাগুয়া: ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিকারাগুয়ায় এপর্যন্ত ৩৪ জন নিহত ও ৮৪ হাজার মানুষ আত্রান্ত হয়েছে। শুক্রবার সরকারি ভাবে এ তথ্য জানানো হয়েছে।



সেনা কর্মকর্তা লে.কর্ণেল নেস্তর সোলিস স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, আগস্ট মাসেই ২৩ জন নিহত হয়েছেন। এরমধ্যে জিনোতেগার উত্তরাঞ্চলে চলতি সপ্তাহে ৪  বছরের একটি মেয়ে শিশুসহ ৮ জন নিহত হয়েছে।

বন্যায় ৫০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

ভারী বর্ষণে দেশের বিভিন্ন স্থানে নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা দেখা দিয়েছে এবং পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বন্যার পানিতে আটকে পরা ৮৭০ টি বেশি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

নিকারাগুয়ার অবকাঠামো ও যোগাযোমন্ত্রণালয় জানিয়েছে , বৃষ্টিতে প্রশান্ত মহাসাগরের ৮ হাজার কিলোমিটার উপকূল ধ্বংস হয়ে গেছে।

গত ১৫ মে থেকে দেশটিতে বর্ষাকাল শুরু হয়েছে ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২০৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।