ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মালিতে ‘ডোজো’ বাহিনীর হামলায় নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
মালিতে ‘ডোজো’ বাহিনীর হামলায় নিহত ৩২ মালি ম্যাপ

ঢাকা: কেন্দ্রীয় মালির একটি বিচ্ছিন্ন গ্রামে ‘ডোজো’ নামে এক সশস্ত্র বাহিনীর হামলায় ৩২ গ্রামবাসী নিহত হয়েছেন।

সোমবার (২৫ জুন) দেশটির সরকারি কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এরআগে শনিবার (২৩ জুন) এ হামলার ঘটনা ঘটে।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো সংবাদ প্রকাশ করে, ‘ডোজো’ শিকারি দল মালির মোপতি অঞ্চল ঘিরে ফেলে। এরপর ‘ফুলা’ নামের ক্ষুদ্রগোষ্ঠির মানুষকে আলাদা করে। পরে তাদের হত্যা করে।

সংবাদমাধ্যমগুলো বলছে, ‘ফুলা’ ও অন্যান্য জাতিগোষ্ঠির মানুষদের মধ্যে সহিংসতা বেড়েই চলছে।  

‘ফুলা’ জাতিগোষ্ঠির সংগঠন তাবিতাল পুলাআকু’র সভাপতি আবেল আজিজ ডিআলো জানান, এ হামলার ঘটনায় এখনো ডিজেনি শহরের পাশের একটি গ্রামের ১০ জন নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।