ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে এ পর্যন্ত নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১৮
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে এ পর্যন্ত নিহত ৩১ ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্দোনেশিয়ায় সাগরে ফেরি ডুবে এখন পর্যন্ত ৩১ জনের প্রাণহানি হয়েছে। তবে শেষ পর্যন্ত ডুবন্ত ফেরিটি প্রবাল প্রাচীরে তুলে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ক্যাপ্টেন। এতে ১০০ জনের ওপরে যাত্রী উদ্ধার করাও সম্ভব হয়েছে।

বুধবার (০৪ জুলাই) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

মঙ্গলবার (০৩ জুলাই) সুলাওয়েসি দ্বীপের কাছে এ ফেরিটি দুর্ঘটনার কবলে পড়েছিল।

এ দুর্ঘটনার দুই সপ্তাহ আগেও দেশটির সুমাত্রা দ্বীপের তোবা লেকে ফেরি ডুবির ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনায় ২০০ জনের বেশি যাত্রী নিহত হন।

দেশটির জাতীয় উদ্ধার সংস্থা জানিয়েছে, সুলাওয়েসি দ্বীপের কাছে দুর্ঘটনায় পড়া ফেরিটিতে ১৬৪ জন যাত্রী ছিলেন। এর মধ্যে তিনজন এখনও নিখোঁজ রয়েছেন। ১৩০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

খারাপ আবহাওয়ার মধ্যে ছেড়ে যাওয়া ফেরিটি ৪৮টি গাড়িও বহন করছিল।

দেশটির সমুদ্র পরিবহনের পরিচালক আগুস এইচ পুরনোমো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ক্যাপ্টেন ফেরিটিকে তীরে ভেড়াতে সক্ষম হয়েছেন। যার কারণে উদ্ধার কার্যক্রম সহজ হয়েছে।

ইন্দোনেশিয়া ১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র। দেশটিতে প্রায়ই নৌ-দুর্ঘটনা ঘটে। সাধারণত অতিরিক্ত যাত্রী পরিবহণ ও প্রাথমিক নিরাপত্তার নিয়মগুলো অনুসরণ করা হয় না বলেই এমনটি ঘটে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।