ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি নারীর গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ৪, ২০১৮
সৌদি নারীর গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ সৌদি নারীর গাড়িতে আগুন

সালমা-আল-শেরিফ (৩১) নামের এক সৌদি নারীর গাড়িতে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। ওই নারীর অভিযোগ, ‘নারীদের গাড়ি চালানোর বিরোধীতাকারীরাই’ তার গাড়িতে আগুন দিয়েছে। 

সম্প্রতি সৌদি আরব নারীদের গাড়ি চালানো নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। ২৪ জুনের সৌদির নারীরা প্রথম আনুষ্ঠানিকভাবে গাড়ি চালানো শুরু করেন।

 

সৌদি পুলিশ এক বিবৃতি বলেছে, নিরাপত্তা কর্মকর্তারা এ ঘটনায় তদন্ত শুরু করেছে। আমরা দোষীকে খুঁজছি।

এতদিন সৌদি আরবে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান নারীদের গাড়ি চালানো নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভূমিকা রাখেন।  

শেরিফ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আর্থিক চাপ দূর করতে তিনি গাড়ি চালানো শুরু করেন। কিন্তু প্রতিবেশি পুরুষরা তাকে হেয় করতো।  

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছে, এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার নারী ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন। তবে এ পর্যন্ত কতজনকে লাইসেন্স দেওয়া হয়েছে তা জানা যায় নি।

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৮
এএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।