ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জুলাই ৬, ২০১৮
মেক্সিকোতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২৪ আতশবাজি কারখানায় দু’টি বিস্ফোরণ ঘটে

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর একটি আতশবাজি কারখানায় দু’টি বিস্ফোরণে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৫০ জন। 

বৃহস্পতিবার (৫ জুলাই) রাজধানী মেক্সিকো সিটির অদূরে তুলতেপেক পৌরসভার ওই আতশবাজির কারখানায় এ দু’টি বিস্ফোরণ ঘটে।

স্থানীয় প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, প্রথমে একটি বিস্ফোরণের পর উদ্ধারকর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।

এতে উদ্ধারকর্মীও বেশ ক’জন নিহত হন।

মেক্সিকো প্রদেশের অ্যার্টনি জেনারেলের কার্যালয় সংবাদমাধ্যমকে জানায়, ঘটনাস্থলোই ১৭ জন নিহত হন। বাকি ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছেন।  

মেক্সিকোর সিভিল প্রটেকশন এজেন্সির প্রধান লুইস ফেলিপ পুয়েনতি বলেছেন, এ অঞ্চলে আতশবাজি বিক্রি বন্ধ করা হবে। আতশবাজি তৈরির অনুমোদনের বিষয়টিও নিরীক্ষা করা হবে।  

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।