ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে ফেসবুক ডাউন

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে ফেসবুক ডাউন

যুক্তরাজ্যসহ ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বেশ কয়েকটি দেশে ফেসবুক কাজ করছে না এমন অভিযোগ এসেছে। বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমটির মোবাইল অ্যাপে এক রহস্যময় বাগের প্রভাবে এ সমস্যা দেখা দেয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশের লাখ লাখ ব্যবহাকারীরা এই সমস্যার মুখোমুখি হচ্ছেন।

ফেসবুকের একজন মুখোপাত্র সংবাদ মাধ্যমকে জানান, ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছে এমন অভিযোগ আমরা পেয়েছি। সমস্যাটি সমাধানের চেষ্টা চলছে।

এদিকে ফেসবুকে ঢুকতে পা পেরে টুইটারে সমস্যার কথা শেয়ার করেন অনেকে।

এরমধ্যে একজন লিখেছেন, মোবাইলে ফেসবুক অ্যাপ চালাতে গেলেই তা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। অ্যাপটি আপডেটের পর থেকেই এই সমস্যা শুরু হয়েছে।  

আরেকজন লিখেছেন, আমার মোবাইলে ফেসবুকের হোম পেইজ আসছে না।  

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।