ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুনঃনির্বাচন চান না অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০
পুনঃনির্বাচন চান না অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

সিডনি: জাতীয় নির্বাচনে এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হওয়ার পর পুনঃনির্বাচন বাতিল করে দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। সংখ্যালঘু সরকার গঠনের জন্য মঙ্গলবার থেকে কাজ শুরু করেছেন তিনি।



২১ আগস্টের নির্বাচনের পর দেশটির রাজনীতিতে নতুন মোড় নিয়েছে। ১৯৪০ সলের পর এই প্রথম ঝুলন্ত পার্লামেন্ট হতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়।

গিলার্ড বলেন, ‘কিছু লোক বলবেন এটা আমাদের জন্য খুবই কঠিন। আমাদের উচিত পুনঃনির্বাচনে চলে যাওয়া। আমি এটার সমর্থন করছি না’। তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার মানুষ এই সংসদের জন্য ভোট দিয়েছে, আমাদের দায়িত্ব এভাবেই কাজ করা। ’

এদিকে, নির্বাচনের চূড়ান্ত ভোট গণনার কাজ চলেছে। সর্বশেষ গণনায় টনি অ্যাবোটের লিবারেল-ন্যাশনাল কোয়ালিশন ৭৩টি, ও গিলাডের্র লেবার পার্টি ৭১টি আসন পেয়েছে।   ১৫০ আসনের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্টতার জন্য ৭৬টি আসন প্রয়োজন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।