ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হিমাচলে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
হিমাচলে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত মিগ-২১ ফাইটার জেটের ধ্বংসাবশেষ

ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে দেশটির বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে যুদ্ধবিমানটির পাইলট নিহত হয়েছেন।

বুধবার (১৮ জুলাই) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে প্রদেশের কাঙ্গারা জেলার জাবালী এলাকার পাতা জাতিয়ান গ্রামে মিগ-২১ ফাইটার জেটটি বিধ্বস্ত হয়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবরে ঘটনাস্থলে ছুটে গেছে উদ্ধারকারী বাহিনী।

প্রথমে পাইলটের অবস্থা জানা না গেলেও পরে তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়।

তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তৈরি মিগ-২১ গত শতাব্দীর ষাটের দশকের সেরা ফাইটার জেট। সুপারসনিক এ ফাইটার জেট আকাশ থেকে থেকে আকাশে, আকাশ থেকে মাটিতে সবদিকেই হামলা চালাতে সক্ষম।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।