ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে নিহত ১৪ দুর্ঘটনাস্থল। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের উত্তরাখণ্ডের সরকারি সংস্থার যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি ঘটেছে। একই ঘটনায় আহত হয়েছে আরো ১৮ যাত্রী। 

বৃহস্পতিবার (১৯ জুলাই) সকাল ৮টার কিছু আগে রাজ্যের তেহরি জেলার চাম্বা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।  

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনা কবলিত বাসটি উত্তরকাশির বাদকট এলাকা থেকে চাম্বা শহরের দিকে আসছিল।

হঠাৎ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের কর্মীরা ২৯ জনকে উদ্ধার করেছে।  

দ্য স্টেট ডিজেস্টার রেসপন্স ফোর্সের (এসডিআরএফ) সেক্রেটারি অমিত সিং নেগি বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বার্তা সংস্থা এএনআই বলছে, দুর্ঘটনায় রাজ্য সরকারের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।