ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হেলিকপ্টারের বাতাসে মার্কিন সেনাসহ আহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
হেলিকপ্টারের বাতাসে মার্কিন সেনাসহ আহত ২২ সেনা হেলিকপ্টার। ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টারের প্রচণ্ড বাতাসে দেশটির সেনাসহ ২২ জন আহত হয়েছেন। এসময় সেনাদের ফেলা তাঁবুরও ক্ষতি হয়।

বুধবার (১৮ জুলাই) স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় ক্যালিফোর্নিয়ার ফোর্ট হান্টার লিগগেটে বার্ষিক অনুশীলনের সময় এ ঘটনা ঘটে।

ইউএইচ-৬০ ব্ল্যাকহাওক হেলিকপ্টারটি ল্যান্ডিং করার সময় প্রচণ্ড বাতাস সৃস্টি হয়।

আর এতে তাঁবুতে থাকা সেনা সদস্যরা আহত হন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

মার্কিন সেনাবাহিনী বলছে, আহত সেনা সদস্যদের মধ্যে চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আঘাত তেমন গুরুতর নয়। তবে কতোজন সেনা আহত হয়েছেন তা এখনও জানা যায়নি।

তারা এও বলে, আর্মি রিসার্ভ অ্যান্ড ন্যাশনাল গার্ড সোলজারসের বার্ষিক অনুশীলনের সময় এ ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।