ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করাচি-শিয়ালকোটে রাস্তার পাশে ব্যালট-বক্স

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
করাচি-শিয়ালকোটে রাস্তার পাশে ব্যালট-বক্স পাকিস্তানে রাস্তার পাশে ব্যালট-বক্স। ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের করাচি ও শিয়ালকোটে রাস্তার পাশে পাঁচটি ব্যালট বক্স ও বেশ কিছু পেপার পাওয়া গেছে। অনুষ্ঠিত দেশটির সাধারণ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে যে গুঞ্জন চলছিল, এই বক্স ও পেপারগুলো সেটাকে আরও উসকে দিলো।

রোববার (২৯ জুলাই) করাচির একজন প্রার্থী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, শহরের কাইয়ুমাবাদ অঞ্চলে একটি আবর্জনার স্তুপের পাশে অনেকগুলো ব্যালট পেপার পাওয়া যায়।  

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আমির ফারুকি বলেন, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী মোয়াজ্জেম আলী কোরেশি পুলিশকে একটি সুপারমলের পাশে ব্যালট পেপার উদ্ধারের খবর জানান।

তাকে স্থানীয় রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।  

এদিকে শিয়ালকোটে কাশ্মীর পার্কের পাশে স্থানীয়রা পাঁচটি খালি ব্যালট বক্স দেখতে পান। স্থানীয় পুলিশ বলছে, অজ্ঞাতনামা কিছু ব্যক্তি সেনানিবাসের পাশে কাশ্মীর পার্কে এ ব্যালট বক্স ফেলে গেছে।  

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ব্যালট বক্স উদ্ধারের খবর পাওয়ার পর তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা সেখানে যায়। তারা এ আসনে জয়ী পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) প্রার্থী খাজা মুহাম্মদ আসিফের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এসময় খাজা আসিফের বিরুদ্ধে ব্যালট বক্স ফেলে দেওয়ার অভিযোগও তোলা হয়।

সদ্যসমাপ্ত পাকিস্তানের জাতীয় নির্বাচনে ২৭২টি ভোটের আসনে ১১৫টিতে জিতে সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে ইমরান খানের দল পিটিআই। যথাক্রমে ৬৪ ও ৪৩ আসন পেয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে দুর্নীতির দায়ে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টোর দল পিপিপি।  

এ নির্বাচনে ইমরান খানের পক্ষে সেনাবাহিনী গড়াপেটা করেছে বলে অভিযোগ ছড়িয়েছে। যদিও ইমরানের দল এসব গুঞ্জনকে পাত্তা দিচ্ছে না। নির্বাচনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পোক্ত মনে করছে না ইউরোপীয় ইউনিয়নও (ইইউ)।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।