ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রেস দেখতে গিয়ে ছাদ ভেঙে পড়ে আহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
রেস দেখতে গিয়ে ছাদ ভেঙে পড়ে আহত ১৭ ছাদ ভেঙে পড়ে আহত হয়েছেন ১৭ জন

ভারতের রাজস্থান রাজ্যে ট্রাক্টর রেস বেশ জনপ্রিয়। রোববার (২৯ জুলাই) রাজ্যটির শ্রী গঙ্গানগর জেলায় ট্রাক্টর রেসের আয়োজন করা হয়। দর্শকরা রেস দেখতে টিনশেডের ছাদে উঠে পড়ে। আর এতেই ঘটে দুর্ঘটনা। ছাদে বেশি দর্শক হওয়ায় তাদের ভারে সেটি ভেঙে পড়ে।এতে আহত হয় ১৭ জন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রেসটি দেখতে ৫ হাজারের ওপরে দর্শক হাজির হয়েছিল। দূর থেকে রেস দেখতে না পাওয়ায় টিনশেডের ছাদে প্রায় একশ’র ওপরে দর্শক উঠে পড়ে।

তাদের ভারে টিনশেডের ছাদটি ভেঙে পড়ে। এসময় টিনশেডের নিচেও শ’খানেক দর্শক দাঁড়িয়ে ছিলেন।  

শ্রী গঙ্গানগর পুলিশের সুপারিনটেনডেন্ট জোগেশ যাদব জানান, দুর্ঘটনায় প্রাণহানি হয়নি। স্থানীয়রা আহত ১৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শ্রী গঙ্গানগর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।  

জানা গেছে, এই রেসের আয়োজকরা স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নেয়নি। দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসনকেও নিয়েও উঠেছে নানা প্রশ্ন।  

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।