ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জিম্বাবুয়েতে সরকার গড়ছে নানগাগবার জানু-পিএফ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
জিম্বাবুয়েতে সরকার গড়ছে নানগাগবার জানু-পিএফ  এমারসন নানগাগবা। ছবি: সংগৃহীত

ঢাকা: জিম্বাবুয়ের ক্ষমতাসীন দল জানু-পিএফ পার্টি দেশটির জাতীয় সংসদ নির্বাচনের অধিকাংশ আসনে জয় পেয়েছে। 

বুধবার (১ আগস্ট) দেশটির নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট ২১০টি সংসদীয় আসনের মধ্যে প্রেসিডেন্ট এমারসন নানগাগবার জানু-পিএফ পার্টি জয় পেয়েছে ১০৯টি আসনে। সংবিধান বদলে দেওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতে তাদের আর দরকার ৩০টি আসন।

এ দলের নিকটতম প্রতিদ্বন্দ্বী নেলসন চামিসার মুভমেন্ট ফর ডেমোক্রেসি চেঞ্জ (এমডিসি) জয় পেয়েছে ৪১টি আসনে। এখনও ফল প্রকাশ হয়নি ৫৮টি আসনের।  

রবার্ট মুগাবের টানা শাসনের প্রায় চার দশক পর সোমবার (৩০ জুলাই) দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  

দেশটিতে ৩৭ বছর ধরে ক্ষমতায় ছিলেন ৯৪ বছর বয়সী রবার্ট মুগাবে। এরপর সামরিক বাহিনীর হস্তক্ষেপে ২০১৭ সালের নভেম্বর পদত্যাগ করতে বাধ্য হন তিনি। তার পদত্যাগের পর দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব বর্তায় ৭৫ বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগবার ওপর। এই নানগাগবাই ফের গড়তে চলেছেন নতুন সরকার।  

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।