ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে বন্যায় ২০ জনের প্রাণহানি, নিখোঁজ ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৮
চীনে বন্যায় ২০ জনের প্রাণহানি, নিখোঁজ ৮ চীনে বন্যায় ২০ জনের প্রাণহানি, নিখোঁজ ৮

ঢাকা: চীনের উত্তর পশ্চিমাঞ্চলে বন্যায় ২০ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত আটজন।

রোববার (৫ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে এ সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

দেশটির সংবাদমাধ্যম বলছে, গত সপ্তাহে শুরু হওয়া বন্যায় চীনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আট হাজার ৭শ’ এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কৃষিজমি, রেললাইন, রাস্তা, বৈদ্যুতিক সংযোগ ও টেলিযোগাযোগ সুবিধারও ক্ষয়ক্ষতি হয়েছে।  

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া বলছে, দেশটির জিনজিয়াং রাজ্যের উইঘুর স্বায়ত্বশাসিত অঞ্চলে চলতি সপ্তাহে ২০ জনের মৃত্যু হয়েছে। জুলাইয়ের ৩১ তারিখের পর থেকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত আটজন।  

একটি জলাধারের আংশিক অংশ ভেঙে যাওয়ায় বন্যার সৃষ্টি হয়। প্রত্যেক সেকেন্ডে এক হাজার ৮৪৮ কিউবিক মিটার পানি জলাধারের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।  

এদিকে সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া উদ্ধারকৃতদের তাঁবু, ওষুধ ও প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করা হয়েছে।  

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সরকারি কর্মকর্তা, মেডিকেল স্টাফ, নিরাপত্তা বাহিনীসহ তিন হাজারের বেশি মানুষ ত্রাণ ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।