ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় ৭৭ বেসামরিক হত্যার স্বীকারোক্তি মার্কিন জোটের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৮
সিরিয়ায় ৭৭ বেসামরিক হত্যার স্বীকারোক্তি মার্কিন জোটের সিরিয়ায় ৭৭ বেসামরিক হত্যার স্বীকারোক্তি মার্কিন জোটের

ঢাকা: মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্ট্যারন্যাশনালের প্রতিবেদন প্রকাশের পর মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ায় আইএসের সঙ্গে যুদ্ধে বেসামরিক নিহত হওয়ার স্বীকারোক্তি দিয়েছে।

অ্যামেনেস্টি ইন্ট্যান্যাশনাল চলতি বছরের জুনে তাদের প্রতিবেদনে সিরিয়ার রাক্কায় মার্কিন জোটের বিমান হামলায় ৭৭ জন নিহত হওয়ার প্রতিবেদন প্রকাশ করে।

চলতি বছরের ২৬ জুলাই মার্কিন জোটের প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, অ্যামেনেস্টি ইন্ট্যারন্যাশনালের গবেষণা অনুযায়ী ২০১৭ সালের অক্টোবর থেকে চলতি বছরের জুন পর্যন্ত পাঁচটি আলাদা ঘটনায় ৭৭ জন বেসামরিক নিহত হওয়ার কথা বলা হয়েছে।

জোটের প্রতিবেদনে বলা হয়, বেসামরিকদের ও অবকাঠামোর যাতে ক্ষয়ক্ষতি না হয় এবং এগুলোর সর্বনিম্ন প্রভাবের বিষয়টি মাথায় রেখে স্থল ও আকাশ পথের অভিযান চালানো হয়েছে। বেসামরিকদের ক্ষক্ষয়তি নিয়ে আমাদের মূল্যায়ন স্বচ্ছ। এছাড়াও আমরা নিয়মিত আক্রমণের সংবাদ বিজ্ঞপ্তি ও বেসামরিক ক্ষয়ক্ষতির প্রতিবেদন প্রকাশ করে নিজেদের জবাবদিহিতা দিয়েছি।

অ্যামেনেস্টি ইন্ট্যারন্যাশনালের মতে, আকাশ পথে বোমা হামলার কারণে ২৪ জন শিশু এবং ২৫ জন নারীর প্রাণহানি হয়।

সংস্থাটি বলছে, রাক্কায় মাঠ পর্যায়ে অনুসন্ধানের মাধ্যমে প্রতিবেদন তৈরি করা হয়েছে। এর জন্য মার্কিন জোটের ৪২টি বিমান আক্রমণের ঘাটিতে ১১২ জন বেসামরিকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

প্রথমদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদফতর পেন্টাগন অ্যামেনেস্টি ইন্ট্যারন্যাশনালের এ প্রতিবেদনের বিপরীতে কোনো মন্তব্য করেনি। অ্যামেনেস্টির প্রতিবেদনে মার্কিন জোটের হামলায় বেসামরিক নিহত ও আহত হওয়ার অভিযোগ তোলা হয়।

চলতি বছরের জুনে মার্কিন জোটের এক মুখপাত্র বলেন, অ্যামেনেস্টি কখনোই তাদের ফলাফল নিয়ে পেন্টাগনের কাছে অভিগমন করেনি। এছাড়াও তারা অযৌক্তিকভাবে দাবি করেছে পেন্টাগন আন্তর্জাতিক আইন অমান্য করেছে।

কর্নেল থমাস ভিয়েলে ইরাকের বাগদাদ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পেন্টাগনে সাংবাদিকদের বলেন, তারা সরাসরি আমাদের দোষী সাব্যস্ত করেছে। এটা কোনো সংস্থার উদ্ধত আড়ম্বরপূর্ণ পদক্ষেপ, যা অভিযুক্তদের সঙ্গে পরামর্শ ও পাবলিক রেকর্ড যাচাইয়ে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, তারা আমাদের কখনোই কোনো মন্তব্য বা সাক্ষাৎকারের জন্য বলেনি। অথবা খসড়ার জন্য সৌজন্য হিসেবে যাচাইও করেনি। তারা পুঙ্খানুপুঙ্খভাবে পাবলিক রেকর্ড যাচাইয়েও ব্যর্থ হয়েছে।

তবে মার্কিন জোটের প্রতিবেদন অ্যামেনেস্টি ইন্ট্যারন্যাশনালের অনেক প্রতিবেদনকে চূড়ান্তভাবে বিশ্বাসযোগ্য বলে গণ্য করেছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।