ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেহেরু সম্পর্কে ভুল বললে ক্ষমাপ্রার্থী: দালাই লামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
নেহেরু সম্পর্কে ভুল বললে ক্ষমাপ্রার্থী: দালাই লামা দালাই লামা/ছবি: সংগৃহীত

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরুকে নিয়ে তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামার সম্প্রতি করা মন্তব্য ব্যাপক বিতর্কের জন্ম দেয়। নেহেরুকে ‘আত্মকেন্দ্রিক’ বলেছিলেন তিনি। পরে এক বিবৃতিতে বলেছেন, আমার মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। যদি আমি ভুল কিছু বলে থাকি তবে ক্ষমাপ্রার্থী।

দালাই লামা বলেন, ভারত-পাকিস্তান এক থাকতো যদি নেহেরু প্রথম প্রধানমন্ত্রী হিসেবে মহাত্মা গান্ধীর পছন্দ মুহাম্মদ আলী জিন্নাহকে মেনে নিতেন।

‘যখন জানতে পারি গান্ধী দেশ ভাগের পক্ষে ছিলেন না তখন আমি….।

ভারতে পাকিস্তানের চেয়ে বেশি মুসলমান রয়েছে। কিন্তু অতীত অতীতই। ’ 
ভারতের গোয়ায় শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে এ বিতর্কিত মন্তব্য করেন তিব্বতিয়ানদের এ ধর্মগুরু।

তিনি ওই অনুষ্ঠানে আরও বলেন, মহাত্মা গান্ধী প্রধানমন্ত্রিত্ব দিতে চেয়েছিলেন জিন্নাহকে। কিন্তু নেহেরু রাজি হননি। তিনি ছিলেন আত্মকেন্দ্রিক। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী হতে চাই। ভারত-পাকিস্তান এক থাকতো যদি সেসময় জিন্নাহ প্রধানমন্ত্রী হতেন। পণ্ডিত নেহেরু জ্ঞানী ও অভিজ্ঞ ছিলেন। কিন্তু মানুষ ভুল করতেই পারে।

বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।