ঢাকা, মঙ্গলবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

চীনে কিন্ডারগার্টেনে আক্রমণে ১৪ শিশু আহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
চীনে কিন্ডারগার্টেনে আক্রমণে ১৪ শিশু আহত  কিন্ডারগার্টেনের গেটে এক নারীর আক্রমণে ১৪ শিশু আহত হয়েছে

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর চংকিংয়ের একটি কিন্ডারগার্টেনের গেটে এক নারীর আক্রমণে ১৪ শিশু আহত হয়েছে। 

শুক্রবার (২৬ অক্টোবর) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, এক নারী গৃহস্থালী ছুরিসহ কিন্ডারগার্টেনের শিশুদের ওপর আক্রমণ করেন।

 

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে দেশটির পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে সকালের শরীরচর্চার পর শিশুরা ফেরার সময় আক্রমণ করেন ওই নারী। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারীর নাম লিউ। তার বয়স ৩৯ বছর।  

পুলিশের বিবৃতিতে বলা হয়, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। আক্রমণের সম্ভাব্য কারণ এখনও জানা যায়নি।  

অন্যান্য দেশের তুলনায় চীনে সহিংস আক্রমণ কম হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে ছুরি ও কুড়াল দিয়ে আক্রমণের বেশ কয়েকটি ঘটনা ঘটে। এগুলোর অধিকাংশের টার্গেট ছিল শিশুরা।  

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এএইচ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।