ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মুক্তি পেলেন সৌদি প্রিন্স খালিদ বিন তালাল 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
মুক্তি পেলেন সৌদি প্রিন্স খালিদ বিন তালাল  রিয়াদের রিট কার্লটন হোটেল; গতবছর এখানেই সৌদি প্রিন্স ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। ছবি: সংগৃহীত

ঢাকা: মুক্তি পেয়েছেন সৌদি রাজপরিবারের সদস্য প্রিন্স খালিদ বিন তালাল। দুর্নীতিবিরোধী অভিযানের সমালোচনা করে গত বছর আটক হয়েছিলেন তিনি। 

রোববার (৪ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তালালের কিছু ছবি প্রকাশ করেছেন তার স্বজনরা।

 

ছবিতে দেখা যায়, প্রিন্স তালালকে পরিবারের সদস্যরা স্বাগত জানাচ্ছেন। পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছেন প্রিন্স খালিদ।  

এদিকে খালিদের মুক্তি ইস্যুতে এখন পর্যন্ত সৌদি প্রশাসন মুখ খোলেনি।  

গত ১১ মাস ধরে বন্দি ছিলেন প্রিন্স খালিদ। তিনি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের ভাতিজা।

গত বছর নভেম্বরে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করছিলেন সৌদি যুবরাজ। এ অভিযান নিয়ে সমালোচনা করায় খালিদ বিন তালালসহ যুবরাজ, মন্ত্রী, রাজ প্রশাসনের সিনিয়র কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।  

এর আগে চলতি বছরের ২৬ জানুয়ারি মুক্তি পান আল ওয়ালিদ বিন তালাল। সবশেষ মুক্তি পেলেন প্রিন্স খালিদ বিন তালাল।  

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।