ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাড়ির ছাদে আটকা পড়ে ১০২ বছরের বৃদ্ধের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
বাড়ির ছাদে আটকা পড়ে ১০২ বছরের বৃদ্ধের মৃত্যু দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের দেশ

ঢাকা: দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের দেশ ডেভনে বাড়ির ছাদে আটকা পড়ে রন ইস্টন নামে ১০২ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০২ নভেম্বর) প্লাইমাউথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ জানায়, ওই বৃদ্ধ বালতিতে মেরামতের সরঞ্জাম নিয়ে বাড়ির সংস্কারের কাজ করতে ছাদে উঠেছিলেন।

দুর্ভাগ্যবশত সেখানে তিন দিন ধরে আটকা ছিলেন। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

ডেভন এবং সোমারসেটের  ফায়ার সার্ভিসের উদ্ধার-কর্মীরা জানায়, ইস্টনের বাড়ির বাইরে তিনটি মুখ বন্ধ বোতল দেখে বুধবার (৩১ অক্টোবর) ৯৯৯ এ ফোন করেন তার প্রতিবেশি ট্রিশ বাগলি। খবর পেয়ে সাউথ ওয়েস্টার্ন অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মীরা ফায়ার সার্ভিসের সহায়তায় ইস্টনকে ছাদ থেকে নামিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে প্লাইমাউথ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।

ইস্টনের প্রতি শ্রদ্ধা জানাতে বিগবেরি-অন-সি গ্রামের পতাকা অর্ধনমিত করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৯ নভেম্বর ০৪, ২০১৮
এপি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।