ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যাসিড হামলার শিকার ইউক্রেনীয় অ্যাক্টিভিস্টের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
অ্যাসিড হামলার শিকার ইউক্রেনীয় অ্যাক্টিভিস্টের মৃত্যু ক্যাটেরিনা হ্যান্ডজ্যুক

ইউক্রেনের দুর্নীতিবিরোধী ‘অ্যাক্টিভিস্ট’ ক্যাটেরিনা হ্যান্ডজ্যুক মারা গেছেন। গত জুলাই মাসে তিনি অ্যাসিড হামলার শিকার হন। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খারশনে ওই এসিড হামলায় তার শরীরের ৪৪ শতাংশ দগ্ধ হয় এবং চোখের গুরুতর ক্ষতি হয়। খবর বিবিসি।

হ্যান্ডজ্যুকের মৃত্যুর সঠিক কারণটি এখনও জানা যায়নি, তবে স্থানীয় গণমাধ্যম দাবি করছে রক্তচাপের ফলে তার মৃত্যু হতে পারে।

প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো হত্যাকারীদের শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে পাঁচজন সন্দেহভাজন ব্যক্তি ইতিমধ্যে জেল হাজতে রয়েছেন।

গত সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী এই কর্মী রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিলেন এবং একটি ভিডিও পোস্ট করেছিলেন যেখানে তিনি ইউক্রেনীয়দের ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান।

ইউক্রেনের দুর্নীতি বিরোধী কর্মী ক্যাটরিনা হ্যান্ডজ্যুকের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছেন ইউক্রেনীয়রা। তারা সবাই শোক প্রকাশ করেছেন।

অ্যাসিডে ঝলসে যাওয়ার পর চিকিৎসারত অবস্থায় ক্যাটেরিনা হ্যান্ডজ্যুক বলেছিলেন, আমি জানি আমাকে দেখতে খারাপ দেখাচ্ছে, তবে অন্তত আমার চিকিৎসা চলছে। অবশ্যই আমি জানি যে, ইউক্রেনের বিচার ব্যবস্থার চেয়ে আমি অনেক বেশি স্পষ্ট দেখতে পাই। এখানে কেউ ন্যায়বিচারের জন্যে কাজ করছে না।

হ্যান্ডজ্যুক ইউক্রেনের খারশন শহরের কাউন্সিলর সদস্য ছিলেন এবং ইউক্রেনের রাজধানী কিয়েভে ১১টি অপারেশন পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।