ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে সিএনএন’র মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
ট্রাম্পের বিরুদ্ধে সিএনএন’র মামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউজের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম সিএনএন।

হোয়াইট হাউজে সিএনএন’র প্রধান প্রতিনিধি জিম একোস্টার প্রবেশাধিকার কেড়ে নেওয়ায় ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় ব্যক্তিগতভাবে বাদী হয়েছেন জিম একোস্টা।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে জিম একোস্টার প্রবেশাধিকার কেড়ে নেয় হোয়াইট হাউজ। বাতিল করা হয় মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ে প্রবেশের সিক্রেট সার্ভিসের জারি করা ‘হার্ড পাস’। এর জের ধরে মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি’র জেলা আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলায় বাদী হয়েছেন একোস্টা এবং সিএনএন। আর মামলায় আসামি করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ জন কেলি, প্রেস সচিব সারাহ স্যান্ডার্স, ডেপুটি চিফ অফ স্টাফ ফর কমিউনিকেশন বিল শাইন, সিক্রেট সার্ভিসের পরিচালক র্যান্ডফ আলেফ এবং নাম উল্লেখ না করা একই বিভাগের কর্মকর্তা। তবে একোস্টার কার্ড নিয়ে নেওয়া এই কর্মকর্তা জন ডো হয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

একোস্টার হোয়াইট হাউজে প্রবেশে নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম ও ষষ্ঠ সংশোধনীর মাধ্যমে গণমাধ্যমকে দেওয়া অধিকার লংঘন করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

এক বিবৃতিতে ক্যাবল নিউজ নেটওয়ার্ক সিএনএন’র পক্ষ থেকে বলা হয়, গত শুক্রবার জিম একোস্টার প্রবেশাধিকারে কার্ড চেয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয় হোয়াইট হাউজ কর্তৃপক্ষের কাছে। এতে কোনো সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত মামলা দায়ের করা হয়। মামলায় প্রাথমিক আদেশ হিসেবে একোস্টার প্রবেশ কার্ড ফিরিয়ে দিতে আদালতের কাছে আরজি করা হয়।
 
এদিকে, সিএনএন এবং একোস্টার পক্ষে অবস্থান নিয়েছে হোয়াইট বিটে কাজ করা সাংবাদিকদের সংগঠন হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮ আপডেট: ০০৩৬ ঘণ্টা
এপি/এনটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।