ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিতে বন্যা, ৩০ জনের প্রাণহানি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
সৌদিতে বন্যা, ৩০ জনের প্রাণহানি বন্যায় সৌদির রাস্তাঘাট ডুবে গেছে, ছবি: সংগৃহীত

ঢাকা: সৌদি আরবে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। আর এতে গত এক মাসে দেশজুড়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে বুধবার (১৪ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি সরকারের জননিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ওই ৩০ জনের মধ্যে কেউ বন্যার কারণে আবার কেউ বন্যায় সৃষ্ট লণ্ডভণ্ড বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

বিভাগটি আরও বলেছে, সম্প্রতি বন্যা প্লাবিত এলাকা থেকে এক হাজার ৪৮০ জনকে উদ্ধার করা হয়েছে।

তাদের বেশির ভাগই দেশটির রাজধানী রিয়াদ থেকে উদ্ধার করা হয়।

তারা আরও বলছে, দেশজুড়ে বন্যা কবলিত এলাকা থেকে যতো বেশি সম্ভব তিন হাজার ৮৬৫ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুই হাজার একজনকে অস্থায়ী আশ্রয় দেওয়া হয়েছে। বাকিদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়।

দেশটির জননিরাপত্তা বিভাগ দেশে বসবাসকারী সকল নাগরিককে চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে বলেছে। সেইসঙ্গে ভারী বৃষ্টিতে বন্যা এলাকা বা উপত্যকায় ভ্রমণ না করতে আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদশে সময়: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।