ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইস্তাম্বুলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ সেনা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
ইস্তাম্বুলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ সেনা নিহত বিধ্বস্ত হেলিকপ্টার, ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কের ইস্তম্বুলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

সোমবার (২৬ নভেম্বর) দেশটির বৃহত্তম এ শহরের সানখাকথেপে জেলার আবাসিক এলাকায় এ বিধ্বস্তের ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম বলছে, আবাসিক এলাকার অ্যাপার্টমেন্টগুলোর পাশে রাস্তায় প্রস্তুতকারী কোম্পানি সিকোরস্কির ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

এসময় একটি অ্যাপার্টমেন্টের ছাদে ধাক্কা লেগে হেলিকপ্টারটি নিচে পড়ে বলে কর্তৃপক্ষ বলছে।

এদিকে, যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেখানে সামরিক কর্মকর্তাদের উপস্থিতি ছিল।

কর্তৃপক্ষ বলছে, হেলিকপ্টারটি অবতরণ করার আগ মুহূর্তে যান্ত্রিক ত্রুটিতে পড়ে বিধ্বস্ত হয়েছে। এছাড়া এটি একটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল।

উদ্ধারকারী এবং জরুরি নিরাপত্তা কর্মীদের দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।