ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রেক্সিট পরিকল্পনা আমাদের জন্য হুমকি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
ব্রেক্সিট পরিকল্পনা আমাদের জন্য হুমকি: ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ও টেরিজা মে। ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে’র ব্রেক্সিট পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য চুক্তির জন্য হুমকির কারণ হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২৬ নভেম্বর) প্রচারণা সমাবেশের জন্য হোয়াইট হাউস থেকে মিসিপিসিতে যাওয়ার সময় তিনি এমনটি বলেন।

এসময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, টেরিজা মে’র ব্রেক্সিট পরিকল্পনা ইউরোপের জন্য ভালো হলেও যুক্তরাষ্ট্রের জন্য ভালো কিছু নয়।

এ পরিকল্পনা কার্যকর হলে যুক্তরাজ্য সম্ভবত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে পারবে না।

এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০নং ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ইউরোপ থেকে বেরিয়ে যাওয়ার পর যুক্তরাজ্য পৃথিবীর সব দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে পারবে।  

অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট বলেন, চুক্তির দিকে তাকালে আপনারা দেখবেন- যুক্তরাজ্য সম্ভবত আমাদের সঙ্গে আর ব্যবসা করতে পারবে না। যা ভালো কিছু হবে না।

যুক্তরাজ্যের এক মুখপাত্র জানিয়েছেন, আমরা এতোমধ্যে আমাদের যৌথ শরিক দলগুলোকে নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি উচ্চাকাঙ্ক্ষী চুক্তির জন্য কাজ করছি। যা এর চেয়ে পাঁচ গুণ বড়।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
এপি/টিএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।