ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মালদ্বীপের ঋণের বোঝা বাড়াচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
মালদ্বীপের ঋণের বোঝা বাড়াচ্ছে চীন নির্মাণ শ্রমিকরা মালেতে একটি সাইটে কাজ করছে। ছবি: সংগৃহীত

উচ্চমূল্যে প্রকল্প বাস্তবায়ন করে মালদ্বীপের উপর চীন ঋণের বোঝা বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির নতুন অর্থমন্ত্রী ইব্রাহিম আমির।

সোমবার (২৬ নভেম্বর) তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, উচ্চমূল্যে চীন অবকাঠামো প্রকল্পগুলো বাস্তবায়ন করছে।

যা মূল প্রস্তাবিত মূল্যের চেয়ে বেশি। তারপরেও আমরা প্রতিশ্রুতি ভঙ্গ করছি না।

এ মাসেই মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ইব্রাহিম মোহামেদ সলিহ। তার প্রশাসন আগের প্রেসিডেন্ট  আব্দুল্লাহ ইয়ামিনের দেওয়া প্রকল্পগুলোর চুক্তির পর্যালোচনা করছে। বেশিরভাগ প্রকল্প দেওয়া হয়েছে চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে। এখন আশঙ্কা করা হচ্ছে, তারা ঋণের বোঝা বাড়িয়ে দেশ ছাড়বে।

দিল্লি সফরের সময় দেশটির নতুন অর্থমন্ত্রী ইব্রাহিম আমির বলেন, আমরা বিশ্বাস করি বেশি দামে প্রকল্পের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। তবে আমরা পিছু হটতে পারছি না। কারণ এরইমধ্যে ব্রিজসহ অনেকগুলো প্রকল্প নির্মাণ কাজ শেষ।

তিনি আরও বলেন, আমরা পুনর্বিবেচনার ক্ষেত্রে অনেক কিছু করতে পারবো না, তবে আমাদের উদ্দেশ্য অবকাঠামো প্রকল্পের ব্যয় কমানো।

বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং পাকিস্তানসহ এশিয়া ও ইউরোপজুড়ে  বন্দর, সেতু, হাইওয়ে নির্মাণ করেছে চীন।

তবে লাখ লাখ ডলারের ব্যয়বহুল প্রকল্প ছোট দেশগুলোকে ঋণের দিকে ঠেলে দিচ্ছে। যার কারণে সমালোচনার মুখোমুখি হচ্ছে চীন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
এপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।