ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে এক বাড়িতে ছয়জনের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
জাপানে এক বাড়িতে ছয়জনের মরদেহ উদ্ধার  সংগৃহীত ছবি

জাপানের তাকচিকো শহরের এক বাড়ি থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে সাত বছর বয়সী এক শিশুসহ একই পরিবারের পাঁচ সদস্য রয়েছেন। 

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মিয়াজাকি প্রদেশের তাকচিকোতে এ ঘটনা ঘটে। স্থানটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

 

পরিবারটির এক সদস্য বাড়িতে কল করে সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে বাড়িটি থেকে ছয় মরদেহ উদ্ধার করে।

নিহতেরা হলেন, পরিবারটির কর্তা ৭২ বছর বয়সী  ইয়াসু আইহোশি ও তার স্ত্রী মিহাকো (৬৬)।  এছাড়া তাদের দ্বিতীয় সন্তান মাসাহিরোর স্ত্রী মিকিকো (৪১), সাত বছর বয়সী মেয়ে ইউ, ছেলে তাকুমি (২১) ও তার বন্ধু ফুমিকি মাৎসুওকার (৪৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।  

ঘটনার পর থেকে মাসাহিরো নিখোঁজ রয়েছেন।

পুলিশ বাড়ির পাশের নদীর ব্রিজের নিচ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে।  

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এই হত্যাকাণ্ডে আরও বেশ কয়েকজনকে ছুরিকাঘাত করে জখম করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এখনও উদ্ধার করা হয়নি।  

জাপানে হত্যার ঘটনা খুবই কম। তাকচিকোর হত্যাকাণ্ডের পর থেকে স্থনীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।