ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় নিহত ৩০ আফগানিস্তানে হেলমান্দের গারমসির জেলায় মার্কিন বিমান হামলায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এক শিশু। ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে মার্কিন বিমান বাহিনীর হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩০ বেসামরিক লোক নিহত হয়েছেন।

তালেবানদের ঘাঁটি সন্দেহে বুধবার (২৮ নভেম্বর) হেলমান্দের গারমসির জেলার একটি স্থাপনায় এ হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো জানিয়েছে, তালেবানদের লক্ষ্য করে হামলা চালানো হলেও সেখানে বেসামরিক লোকদের  উপস্থিতি সম্পর্কে তাদের জানা ছিল না।

হেলমান্দ প্রদেশের গভর্নর মোহাম্মাদ ইয়াসিন বলেন, গারমসিরতে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ন্যাটো জোটকে বলা হয়েছিল। এ হামলায় বেসামরিক লোকদের পাশাপাশি তালেবানরাও প্রাণ হারিয়েছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মাদুল্লাহ বলেন, মার্কিন বাহিনী যে এলাকাটিতে বোমা হামলা করেছে সেখানে আমার ভাইয়ের বাড়ি। এ হামলায় নারীসহ ১৬ শিশু প্রাণ হারিয়েছে।  

ফেদা মোহাম্মাদ নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, এখনো ধ্বংসস্তূপের নিচে অনেকের মরদেহ আটকা পড়ে আছে। এলাকাটি তালেবান নিয়ন্ত্রিত হলেও পশ্চিমা বিমান হামলার সময় ওই এলাকায় কোনো তালেবান সদস্য ছিল না।  

এদিকে, রাজধানী কাবুলে নিরাপত্তা বাহিনীর একটি স্থাপনায় তালেবানদের হামলায় ১০ জন লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন। ব্রিটিশ নিরাপত্তা সংস্থা জি৪এস’র কার্যালয়ের অদূরে বিস্ফোরণের পর গুলি চালিয়ে এ হামলা করে তালেবানরা। পরে অবশ্য নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।