ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় কারাগার ভেঙে পালালো ৮৭ বন্দি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
ইন্দোনেশিয়ায় কারাগার ভেঙে পালালো ৮৭ বন্দি আচেহ’র ল্যাম্বারো কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার সময় দু’বন্দিকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় আচেহ প্রদেশের একটি কারাগার ভেঙে পালিয়ে গেছে ৮৭ বন্দি। তাদের ধরতে পুলিশের সঙ্গে যৌথ অভিযানে নেমেছে সেনাবাহিনীও।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) প্রদেশের রাজধানী বান্দা আচেহ’র ল্যাম্বারো কারাগার ভেঙে পালিয়ে যায় ওই বন্দিরা। কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার (৩০ নভেম্বর) এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ওই কারাগারের পরিচালক পাগু বুদি উটামি বলেন, বন্দিরা নিরাপত্তারক্ষীদের ওপর বোতল ও মরিচের গুড়ো নিক্ষেপ করে এবং তারপর বারবেল দিয়ে জানালা ভেঙে ফেলে। দাঙ্গা বাঁধিয়ে পালিয়ে যায় ১১৩ জন। পরে ২৬ জনকে আবার আটক করা হয়। পলাতক বাকি ৮৭ জনকে ধরতে পুলিশ ও সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযানে নেমেছে।

দাঙ্গার সময় ল্যাম্বারো কারাগারে বন্দি ছিল ৭২৬ জন।

এর আগে গত জানুয়ারিতেই আরেকটি কারাগারে দাঙ্গা বাঁধিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বন্দিরা।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।