ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিক্ষোভের মুখে জ্বালানি কর স্থগিত করলো ফ্রান্স

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
বিক্ষোভের মুখে জ্বালানি কর স্থগিত করলো ফ্রান্স প্যারিসের রাস্তায় বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।

জ্বালানি তেলের ওপর কর বৃদ্ধির প্রতিবাদে টানা দ্বিতীয় সপ্তাহের বিক্ষোভে অবশেষে কর স্থগিত করেছে দেশটির সরকার। আগামী ছয় মাসের জন্য এই কর স্থগিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড ফিলিপ। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২ ডিসেম্বর) দেশটির একটি টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় প্রধানমন্ত্রী ফিলিপ বলেন, জনগণের আওয়াজ অথবা ক্ষোভ আমলে নিতে না হলে বধির বা অন্ধ হতে হবে।  

দেশটিতে জ্বালানি তেলের ওপর কর আরোপ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দুই সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছেন আন্দোলনকারীরা।

‘ইয়েলো ভেস্ট’ নামে পরিচিত পাওয়া এই আন্দোলন রাজধানী প্যারিসের বাইরেও ছড়িয়ে পড়ে।

তবে এতোসব আন্দোলন ও বিক্ষোভের পরেও দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন কর আরোপের পক্ষেই মত ব্যক্ত করেন।  

আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিলো জ্বালানি করের।

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
এসএইচএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।