ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সরকার অচল করার হুমকি দিলেন ট্রাম্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
সরকার অচল করার হুমকি দিলেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প

মেক্সিকো প্রাচীরের জন্য তহবিল বরাদ্দ অনুমোদন না করলে ‘দীর্ঘদিনের জন্য’ সরকার অচল হয়ে পড়বে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদেরকে হুমকি দিয়েছেন।

ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্য মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ৫শ’৭০ কোটি ডলার দাবি করেছেন।  তার এ দাবি মেনে তহবিল অনুমোদন করেছে মার্কিন আইন প্রণেতারা।

 

কিন্তু সিনেটে ডেমোক্র্যাট ভোটে এ তহবিল অনুমোদন পাবে না বলেই ধারণা করা হচ্ছে।

শুক্রবারই সীমান্ত প্রচীরের তহবিল সংক্রান্ত বিল নিয়ে সিনেটে ভোট হতে পারে। এদিন বিলটি পাস না হলে সরকারের কার্যক্রম আংশিকভাবে বন্ধ হতে শুরু করবে। এতে পরিবহন, কৃষি, জাতীয় উদ্যান, বন অধিদফতরসহ বেশ কিছু বিভাগ বন্ধ হতে পারে।

এরকম হলে ২০১৮ সালে এ নিয়ে তৃতীয়বারের মতো সরকার অচলের ঘটনা ঘটবে। আর এবার সরকার অচল হয়ে পড়লে নতুন বছরের পরও তা আর সচল নাও হতে পারে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।