ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আগ্নেয়গিরির উদগীরণে ইন্দোনেশিয়ায় সুনামি, নিহত বেড়ে ২২২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
আগ্নেয়গিরির উদগীরণে ইন্দোনেশিয়ায় সুনামি, নিহত বেড়ে ২২২ সুনামির আঘাতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি (সংগৃহীত ছবি)

ইন্দোনেশিয়ার লামপাং প্রদেশে সুন্দা প্রণালীর আশপাশের সৈকতে সুনামিতে অন্তত ২২২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত অন্তত ৮৪৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, শনিবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে প্রদেশটিতে সুনামি আঘাত হানে।  

**ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহত বেড়ে ৪৩, আহত ৫৮৪

সুনামিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

অধিকাংশ মৃত্যুর খবর এসেছে ইন্দোনেশিয়ার পান্দেগলাং, দক্ষিণ লামপাং ও সেরাং এলাকা থেকে।  সুনামির আঘাতে প্রায় শ’খানেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে উদ্ধারকর্মীরা সেখান থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছে।

ইন্দোনেশিয়ান জিওফিজিক্যাল এজেন্সির (বিএমকেজি) ধারণা, এই সুনামির সৃষ্টি হয়েছে ক্রাকাতোয়া আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ফলে সাগরতলে ভূমিধসের কারণে।  

জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝে সুন্দা প্রণালীই জাভা সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে।  

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির উদগীরণের ফলে সমুদ্রতলে ভূমিকম্প হয়। আর এ থেকে সৃষ্ট সুনামি প্রায়ই দেশটিতে আঘাত হানে।  গত সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার পালু শহরের বালারোয়া ও পেতোবোতে সুনামিতে অন্তত দুই হাজার মানুষের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।