ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন বর্ষের প্রার্থনায় যাওয়ার সময় ভ্যান উঠে আহত ৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
নতুন বর্ষের প্রার্থনায় যাওয়ার সময় ভ্যান উঠে আহত ৮ সংগৃহীত ছবি

জাপানের রাজধানী টোকিও’র জনপ্রিয় এক রাস্তায় পথচারীদের ওপর ভ্যান উঠে কমপক্ষে আটজন আহত হয়েছেন। সোমবার (৩১ ডিসেম্বর) নতুন বর্ষকে স্বাগত জানাতে প্রার্থনায় যোগ দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আক্রমণকারীকে পরে হারাজুকু ফ্যাশন জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

২১ বছর বয়সী ওই ব্যক্তির নাম কাজুহিরো কুশাকাবে।

শিবিয়া ওয়ার্ডের তাকেশিতা স্ট্রিট কেনাকাটার জন্য তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয়। নববর্ষকে স্বাগত জানানোর প্রার্থনায় যোগ দিতে লোকজন সেখান দিয়ে প্রার্থনালয়ে যাচ্ছিলো। এসময় ভ্যানটি পথচারীদের ওপর উঠে যায়।  

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
আরআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।