ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ম্যানচেস্টারে বর্ষবরণ উৎসব চলাকালে ছুরিকাঘাতে আহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
ম্যানচেস্টারে বর্ষবরণ উৎসব চলাকালে ছুরিকাঘাতে আহত ৩ ভিক্টোরিয়া রেলওয়ে স্টেশন (সংগৃহীত ছবি)

ইংল্যান্ডের ম্যানচেস্টারে খ্রিস্টীয় বর্ষবরণ উৎসব চলাকালে ছুরিকাঘাতে এক পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন।

সোমবার (৩১ ডিসেম্বর) রাতে ম্যানচেস্টারের ভিক্টোরিয়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।  

ছুরিকাঘাতে আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ধারণা, বড় কোনো হামলার আশঙ্কা নেই।  

এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।