ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তরপ্রদেশে ট্রাক ঘরে ঢুকে একই পরিবারের নিহত ৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
উত্তরপ্রদেশে ট্রাক ঘরে ঢুকে একই পরিবারের নিহত ৮ ট্রাক ঢুকে গেলো ঘরে, ছবি: সংগৃহীত

ঢাকা: ইংরেজি নতুন বছরের প্রথমদিনই ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। রাজ্যটির চান্দাউলি জেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঘরে ঢুকে গিয়ে একই পরিবারের আটজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (০১ জানুয়ারি) রাজধানী লক্ষ্মৌ থেকে ৩৬৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বের ইলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

দেশটির সিনিয়র পুলিশ কর্মকর্তা দেবেন্দ্র নাথ স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

পরে বিহারের পার্শ্ববর্তী ওই গ্রামের রাস্তার পাশের একটি কুঁড়েঘর গিয়ে ঢুকে পড়ে ট্রাক। আর এতে একই পরিবারের ছয়জন ঘটনাস্থলেই এবং দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে, সিনিয়র পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণের ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।