ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিজেপি’র সাবেক আইনপ্রণেতাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
বিজেপি’র সাবেক আইনপ্রণেতাকে গুলি করে হত্যা জয়ন্তি বানুসালি

বিজেপি’র সাবেক আইনপ্রণেতা জয়ন্তি বানুসালিকে গুলি করে হত্যা করা হয়েছে। আহমেদাবাদ থেকে গুজরাটে যাওয়ার পথে ট্রেনের মধ্যে তাকে গুলি করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার (০৮ জানুয়ারি) সকালে ট্রেনে চড়ে জয়ন্তি বানুসালি গুজরাটের ভুজ শহরে যাচ্ছিলেন। একপর্যায়ে কাটারিয়া ও সূর্যবাড়ি স্টেশনের মধ্যবর্তী স্থানে দুর্বৃত্তরা বগিতে গিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্বৃত্তরা বিজেপি’র সাবেক এই আইনপ্রণেতার মৃত্যু নিশ্চিতে চোখে ‍ও বুকে গুলি করে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যম।

ঘটনার পর ট্রেনের ওই বগিকে কোচ থেকে আলাদা করে আহমেদাবাদ স্টেশনে আনা হয়। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন।

প্রাথমিক হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।