ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হংকংয়ের সমুদ্রে তেলবাহী ট্যাঙ্কারে আগুন, নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
হংকংয়ের সমুদ্রে তেলবাহী ট্যাঙ্কারে আগুন, নিহত ১ তেলবাহী ট্যাঙ্কারে আগুন, ছবি: সংগৃহীত

ঢাকা: হংকংয়ের প্রধান দ্বীপগুলোর একটির দক্ষিণ সমুদ্রে তেলবাহী ট্যাঙ্কারে আগুন লেগে গেছে। এতে একজন নিহত হয়েছেন।

চীনের বিশেষ এ প্রশাসনিক অঞ্চলটির পুলিশের মুখপাত্র বলছেন, মঙ্গলবার (০৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে লামামা দ্বীপরে কাছে কেরোসিন পরিবহনের একটি জাহাজে আগুন লেগে যায়।

মুখপাত্র আরও বলেন, জাহাজটি আগুনে পুড়ে গেছে।

এছাড়া জাহাজটি থেকে নৌকা দিয়ে ২১ জনকে উদ্ধার করেছে সামুদ্রিক পুলিশ। তারা একজনের মরদেহও উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।