ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে আবাসিক ভবনে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
কাবুলে আবাসিক ভবনে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১২ জানুয়ারি) কাবুলের একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এতো সংখ্যক মানুষ হতাহতের ঘটনা ঘটে।  

দেশটির জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী ওয়াহিদুল্লাহ মায়ার জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শীত মৌসুমে আফগানিস্তানে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। গত সপ্তাহে একটি গ্যাস স্টেশন থেকে লাগা আগুন পাশের ভবনে ছড়িয়ে পড়লে অন্তত তিনজনের মৃত্যু হয়। আর দগ্ধ হন ৪২ জন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।