ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পোষা কুমিরের হামলায় প্রাণ গেলো ইন্দোনেশীয় বিজ্ঞানীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
পোষা কুমিরের হামলায় প্রাণ গেলো ইন্দোনেশীয় বিজ্ঞানীর ডিয়েজি টুও এবং পোষা কুমিরটি, ছবি: সংগৃহীত

ঢাকা: পোষা কুমিরের হামলায় প্রাণ হারিয়েছেন ইন্দোনেশীয় বিজ্ঞানী ডিয়েজি টুও (৪৪)।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ইন্দোনেশিয়ার নর্থ সুলায়েসির মিনাহাসাতে একটি ল্যাবরেটরিতে এ ঘটনা ঘটে। ডিয়েজি ওই ল্যাবরেটরির প্রধান ছিলেন।

এক সপ্তাহ পর বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ বিষয়ে রিপোর্ট করে।

সংবাদমাধ্যম বলছে, যে কুমিরের হামলায় ডিয়েজি প্রাণ হারিয়েছেন, সেটি ১৪ ফুট লম্বা এবং ৭০০ কেজি ওজনের। এর নাম মেরি।

১০ জানুয়ারির এ ঘটনার পরের দিন সকালে ডিয়েজির মরদেহ দেখতে পান তারই ল্যাবরেটরি সহকর্মীরা।

নর্থ সুলায়েসি প্রাকৃতিক গবেষণা সংরক্ষণাগারের মালিক হেন্দ্রিকস রুন্দেনগান জানিয়েছেন, ডিয়েজি কুমিরটির কবলে পড়ে গিয়েছিলেন বলে মনে হচ্ছে। তবে বিষয়টি স্থানীয় পুলিশ তদন্ত করে দেখছে।

এর আগে ২০১৬ সালের এপ্রিলে এই দ্বীপপুঞ্জেরই পূর্ব প্রান্তে রাজা আম্পত দ্বীপপুঞ্জে কুমিরের হামলায় প্রাণ হারিয়েছিলেন এক রুশ পর্যটক।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।