ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চিলিতে শক্তিশালী ভূমিকম্প, ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
চিলিতে শক্তিশালী ভূমিকম্প, ২ জনের মৃত্যু

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ আমেরিকার দেশ চিলি। এতে হার্ট অ্যাটাকে দুই জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ঘর-বাড়িসহ স্থাপনা।

স্থানীয় সময় শনিবার (১৯ জানুয়ারি) রাত ১০টা ৩২ মিনিটে (বাংলাদেশ সময় রোববার সকাল ৭টা ৩২ মিনিটে) দেশটির মধ্যাঞ্চলের শহর ককুইম্বোর অদূরে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৬ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগর উপকূলের কাছে ভূ-পৃষ্ঠের ৩৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পের সময় চারদিকে আতঙ্ক দেখা যায়। রাস্তায় অবস্থান নেন লোকজন। দু’জন হার্ট অ্যাটাকে মারা যান। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বাড়ি-ঘরসহ স্থাপনা। অনেক এলাকায় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি রাস্তায় উপড়ে পড়ে থাকতে দেখা গেছে।

চিলির অবস্থান ভূমিকম্প প্রবণ ‘রিং অব ফায়ারে’। দেশটিতে প্রায়ই ভূমিকম্পের তাণ্ডব দেখা যায়। ২০১০ সালে চিলিতে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। প্রায় তিন মিনিট স্থায়ী ওই ভূমিকম্পে ৫২৫ জনের প্রাণহানি হয়।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।