ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে তালেবান হামলায় ১২৬ নিরাপত্তারক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
আফগানিস্তানে তালেবান হামলায় ১২৬ নিরাপত্তারক্ষী নিহত তালেবান হামলার বিধ্বস্ত সামরিক ঘাঁটির সংগৃহীত ছবি

আফগানিস্তানে একটি সামরিক ঘাঁটিতে তালেবান হামলায় শতাধিক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বিষয়টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

সোমবার (২১ জানুয়ারি) দেশটির ওয়ারদাক প্রদেশের রাজধানী মাইদান সাহার’র কেন্দ্রস্থলে অবস্থিত সামরিক ঘাঁটিতে তালেবানদের আত্মঘাতী হামলায় এতো সংখ্যক নিরাপত্তারক্ষীর প্রাণহানির ঘটনা ঘটে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ ওই কর্মকর্তা বলেন, সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে তালেবান ওই হামলায় ১২৬ জনের প্রাণহানির খবর আমাদের কাছে এসেছে।

প্রাদেশিক এক কর্মকর্তাও শতাধিক প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে হামলায় মাত্র ১২ জন মৃত্যুর তথ্য জানিয়েছিলো কর্তৃপক্ষ।

এদিকে তালেবান মুখপাত্র জাবউল্লা মুজাহিদ হামলার দায় স্বীকার করে টুইটারে এক পোস্টে লিখেছেন, বিস্ফোরকবোঝাই যানের মাধ্যমে সামরিক ওই ঘাঁটিতে হামলা চালানো হয় এবং ধ্বংসাবশেষের নিচে বহু মানুষ চাপা পড়েছেন।

ঘটনার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই হামলাকে ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে মন্তব্য করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে ধীরে ধীরে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন। ওই ঘোষণার পর দেশটিতে বিক্ষিপ্তভাবে হামলার ঘটনা ঘটলেও সোমবারের ঘটনাটি সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।