ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মালয়েশিয়ার নতুন রাজার শপথ ৩১ জানুয়ারি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
মালয়েশিয়ার নতুন রাজার শপথ ৩১ জানুয়ারি  মালয়েশিয়ার নতুন রাজা আহমদ শাহ। ছবি: সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়ায় নতুন রাজা নির্বাচন করা হয়েছে।দেশটির বড় রাজ্য পাহাংয়ের সুলতান আব্দুল্লাহ সুলতান আহমদ শাহ। গত ২৪ জানুয়ারি নির্বাচন হয়েছে। আগামী ৩১ জানুয়ারি শপথ নেবেন নতুন রাজা। 

মালয়েশিয়ার সংবাদপত্র স্টার অনলাইনের খবরে এমনটাই জানানো হয়েছে। চলতি মাসে আকস্মিকভাবে রাজা পঞ্চম মোহাম্মদ পদত্যাগ করেন।

দেশটির ইতিহাসে তিনি-ই প্রথম রাজা যিনি আরোহনের দুইবছর পর সিংহাসন ছাড়েন।  

পরে গত ২৪ জানুয়ারি দেশটির ‘কাউন্সিল অব রুলারস’ ভোট দিয়ে নতুন রাজা নির্বাচন করে।  খবরে বলা হয়, ৫৯ বছর বয়সী আহমদ শাহ ৩১ জানুয়ারি রাজা হিসেবে সিংহাসনে আরোহন করতে পারেন। জানুয়ারির শুরুতেই পাহাংয়ের সুলতান হিসেবে শপথ নেন।

স্থানীয়ভাবে ‘ইয়াং দি-পারতুয়ান আগং’ হিসেবে পরিচিত মালয়েশিয়ার রাজার মেয়াদ পাঁচ বছর। ‘রাজা’ মূলত অলংকারিক পদ, যিনি সরকারের নিয়মিত কোনো কার্যক্রমে অবদান রাখেন না। তবে প্রধানমন্ত্রীসহ বেশ কিছু জ্যেষ্ঠ পদে নিয়োগের জন্য রাজার অনুমোদন প্রয়োজন হয়।

এছাড়া মুসলিম অধ্যুষিত মালয়েশিয়ায় রাজা হচ্ছেন ইসলামের অভিভাবক এবং সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ। কাউকে ক্ষমা করে দেওয়ারও ক্ষমতা রয়েছে তার।  

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।